ইতালীয় কম্পানি ফিয়াটের তৈরী জি-৯১ ।।
ইতালীয় কম্পানি ফিয়াটের তৈরী জি-৯১ |
১৯৪৯ সালে ন্যাটো গঠনের পর ন্যাটো জোটভুক্ত ইউরোপিয়ান দেশগুলো সিদ্ধান্ত নেয় তাদের প্রত্যেকেরই একইধরনের ফাইটার ব্যবহার করা উচিৎ যা যুদ্ধকালীন সময়ে তাদের কিছু বাড়তি সুবিধা প্রদান করবে। ফলস্বরূপ ন্যাটো হাইকমান্ড তৎকালীন ইউরোপের প্রধান প্রধান এয়ারক্রাফট প্রস্তুতকারী সংস্থাদের একটি লাইট ফাইটার এয়ারক্রাফট ডিজাইন করতে বলে। ডিজাইন যাচাই বাছাইয়ের পর তিনটি কম্পানিকে প্রটোটাইপ তৈরী করতে বলা হয় এবং এদের মধ্যথেকে ইতালীয় কম্পানি ফিয়াটের তৈরী জি-৯১ কে সিলেক্ট করা হয়। এই জি-৯১গুলো প্রায় ৩৫ বছর সার্ভিসে থাকলেও সার্ভিসে কোন কৃতিত্ব দেখানো সুযোগ পায়নি বা সোজা কথায় বললে কোন যুদ্ধে অংশগ্রহন করেনি। এই বিমানগুলো মোটামুটি ১১শত কিলোমিটার প্রতিঘন্টার গতিতে প্রায় ১১ শত কিলোমিটার এলাকায় অপারেশন চালাতে সক্ষম। এতে অস্ত্র হিসেবে চারটি এম-২ ব্রাউনিং মেশিনগান ও চারটি হার্ডপয়েন্টে বিভিন্ন ধরণের আনগাইডেড রকেট বা বম্ব ব্যবহার করত। ১৯৫৮ সালে সার্ভিসে আসার পর ১৯৯৫ সালে এদের অবসরে পাঠানো হয়.....